Advanced DNS Administration and Security Boot Camp

বর্তমান ইন্টারনেটের অধিকাংশ কমিউনিকেশন ডোমেইন নেইম সিস্টেম (DNS) এর মাধ্যমে পরিচালিত হলেও সঠিক ধারনার অভাবে অনেকেই এটাকে খুববেশি গুরুত্ব দেয়না। আমরা অনেকেই এখনো DNS বলতে শুধু নাম থেকে আইপি এবং আইপি থেকে নাম দেয়াকেই বুঝি। অথচ DNS এর মাধ্যমেই অনেক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে।

DNS এর নিরাপত্তাত্রুটির মাধ্যমেই ঘঠতে পারে নানা ধরনের সাইবার নিরাপত্তাজনিত অঘটন। এই DNS সিস্টেমের আদ্যপাদ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েই আমার পরবর্তী বুটক্যাম্প।

এই বুটক্যাম্পে DNS সিস্টেমের খুটিনাটি সকল বিষয় প্রোডাকশন ক্লাউড সার্ভারে রেজিস্ট্রারড ডোমেইন এর মাধ্যমে রিয়েল ইমপ্লিমেন্টেশন দেখানো হবে

🗓 ক্লাসঃ ১৩, ১৪, ২০ ও ২১ আগস্ট ২০২১ (৪ দিন)।

📌 ক্লাসের সময়কালঃ ৩ ঘন্টা (রাত ৮ঃ৩০ থেকে ১১ঃ৩০ টা)

📌 মাধ্যমঃ অনলাইন (জুম)।

📌 ইন্সট্রাক্টরঃ Md. Mahedi Hasan

📌 রেজিস্ট্রেশনঃ  https://lnkd.in/gfTvFDz

📌 বুটক্যাম্প ফিঃ ২৫৫০/- (দুই হাজার পাঁচশ পঞ্চাশ টাকা মাত্র)।

📌 যোগাযোগঃ +8801717888859

বি.দ্রঃ টাকা পাঠানোর সময় রেফারেন্স এ আপনার নাম লিখে দিবেন এবং SMS এর মাধ্যমে অবশ্যই জানাবেন।

BootCamp Contents:

 

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *